মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে আল্লামা মাহমূদুল হাসানের শোক

দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম ছিলেন একজন প্রথিতযশা আলেমেদীন। দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বুজুর্গ আলেম। দেশ ও দেশের বাইরে সমকালীন নানা বিষয়ে তার ফিকহি দৃষ্টিভঙ্গি ছিল অভাবনীয়। মুফতিয়ে আজম উপাধী তারই ভালোবাসার বিনম্র বহিঃপ্রকাশ।
আল্লামা মাহমূদুল হাসান বলেন, মুফতি আব্দুস সালাম চাটগামীর কর্মময় জীবনের ফিরিস্তি অনেকটা দীর্ঘ। তিনি প্রচণ্ড মেধাবী ও প্রজ্ঞাবান ফকিহ ছিলেন। তার জ্ঞানগর্ভ ফিকহি গবেষণা ও মাকালাত দেশ-বিদেশে স্বীকৃত। এছাড়াও তার রচিত গ্রন্থাবলি উপমহাদেশে ব্যাপকভাবে সমাদৃত।
তিনি আরও বলেন, অল্প সময়ের ব্যবধানে কত শীর্ষস্থানীয় আলেম চলে গেলেন। কিছু দিন আগে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাযা শেষে আমি মুফতি সাহেবের সাথে সাক্ষাত করেছি। আমরা সৌভাগ্যক্রমে সকলেই ছিলাম হযরত বিন্নুরীর ছাত্র। একে একে সকলেই চলে যাচ্ছেন। আল্লাহ হযরতকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকপ্রকাশ করছি। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।