মুফতি তাকি উসমানি পাকিস্তান বেফাকের সভাপতি নির্বাচিত
বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত ব্যক্তিত্ব, সাবেক প্রধান বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জামিয়া হক্কানিয়ার মাওলানা আনোয়ারুল হক। আজ (১৯ সেপ্টেম্বর) রবিবার জামিয়া আশরাফিয়া লাহোরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের বৈঠক অনুষ্ঠিত হয়।
যেখানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বেফাকুল মাদারিসের প্রধানের জন্য মুফতি তাকি উসমানির নাম উপস্থাপন করেন। বৈঠকে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরামগণও মাওলানা ফজলুর রহমানের মতামতের সাথে একাত্মতা পোষণ করেন। এর মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুফতি তাকি উসমানি বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর মুফতি তাকি উসমানীকে স্বাগত জানিয়েছেন ও তার আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান তিনি।
বেসরকারি টিভি সামা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুফতি জোবায়ের বলেন, আরব মাদ্রাসার ফেডারেশনের সভাপতি হিসেবে মুফতি তাকী উসমানীর নির্বাচন উৎসাহজনক এবং ইতিবাচক সুসংবাদ। ধর্মীয় বিদ্যালয়ের ধর্মীয় স্থিতিশীলতা এবং প্রিয় জন্মভূমির জন্য মাইলফলক। এখন পাকিস্তানের সকল ধর্মীয় বিদ্যালয়ের নেতৃত্ব মুফতি তাকী উসমানীর হাতে এসেছে এবং এটি প্রিয় মাতৃভূমির জন্য একটি সুসংবাদ যার উপর সকল মানুষ অভিনন্দনের দাবিদার।
প্রসঙ্গত, গত ৩০ জুন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার রহ, ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর নতুন করে পাক বেফাক বোর্ডের সভাপতি নির্বাচন করার জন্য এক বৈঠকের অঅয়োজন করা হয়। বৈঠকে অংশ নিতে গতকাল শুক্রবার জামিয়া আশরাফিয়া লাহোরে পৌঁছেন মুফতী তাকী উসমানী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হানিফ ঝালান্ধরীসহ বোর্ডের শীর্ষ মুরুব্বিরা। ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান জুড়ে ১০ হাজারেরও বেশি মাদরাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সাথে যুক্ত।
মুফতি তাকি ওসমানী একজন প্রখ্যাত আলেম এবং বিশিষ্ট আইনজ্ঞ। তিনি দেশের বিশিষ্ট আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের একজন। তিনি ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ফেডারেল শরীয়াহ কোর্টের বিচারক এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরীয়াহ আপীল বেঞ্চ ছিলেন। তিনি ইন্টারন্যাশনাল একাডেমি অব ইসলামিক জেদ্দা, জেদ্দার ভাইস প্রেসিডেন্ট এবং দারুল উলুম করাচির ভাইস-চ্যান্সেলর। উপরন্তু, তিনি ৩ টি ইসলামী ব্যাংকে শরীয়াহ উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং আল-বালাগ ম্যাগাজিনের প্রধান সম্পাদকও।