মুফতি নুরুজ্জামান নোমানী ২ দিনের রিমান্ডে
প্রায় ৮ বছর আগে রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলায় মুফতি নুরুজ্জামান নোমানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মানুনুর রশীদ তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার রাতে মুফতি নূরুজ্জামান নোমানীকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি ঢাকার ভাষানটেক এলাকার একটি জামে মসজিদের খতিব। ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান রিপন বলেন, মুফতি নূরুজ্জামান নোমানী ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের ঘটনার মতিঝিল থানার মামলার আসামি। তাঁকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।