মুফতি মাসউদ আহমদকে কারাগারে প্রেরণ

সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের সিলেটের জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুমের নায়েবে মুহতামিম মুফতি মাসউদ আহমদকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।  আজ (৩০ এপ্রিল) শুক্রবার দুপুরে জকিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে তাকে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল আলম জকিগঞ্জ থানা পুলিশের বরাত দিয়ে জানান, বিশেষ ক্ষমতা আইনে ২০ এপ্রিল পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ওই মামলায় এর আগে আরও আটজনকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১০টায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালীন অবস্থায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করায় মিছিল পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার অন্যতম আসামি মুফতি মাসউদ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!