মুফতি শরফাত হোসাইনকে ভাটারা থেকে গ্রেফতার
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরফাত হোসাইনকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করা হয়। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। আজ (২১ এপ্রিল) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মুহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, মাওলানা শরাফতের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা গুলশান বিভাগ ভাটারা থেকে শরাফত হোসেনকে গ্রেফতার করে। আপাতত তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। খুরশিদ আলম কাসেমীকে তার মোহাম্মদপুরের বাসা থেকে এবং সারাফত হোসেনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুফতি সারাফত হেফাজতের ইসলামের নেতা মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলাচত্বরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাদেরকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে সারা দেশে হেফাজতে ইসলামসহ বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠনের সহিংসতার ঘটনায় সম্প্রতি বিভিন্ন সময়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, ঢাকা মহানগরের নায়েবে আমির মোহাম্মদ যোবায়ের আহমদ, মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহ প্রমুখ।