মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী গ্রেফতার
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরের সহ তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। আজ (২৮ এপ্রিল) বুধবার রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে সারা দেশে হেফাজতে ইসলামসহ বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠনের সহিংসতার ঘটনায় সম্প্রতি বিভিন্ন সময়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, ঢাকা মহানগরের নায়েবে আমির মোহাম্মদ যোবায়ের আহমদ, মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহ প্রমুখ।