মুফতি হারুন ইজহারকে কারাগারে প্রেরণ

চট্টগ্রামে হাটহাজারীতে সহিংসতার মামলায় গ্রেফতার হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (২৯ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানজিদা সুলতানা এ আদেশ দেন।

মুফতি হারুন ইজহারের আইনজীবী মো. নেজার উদ্দীন বলেন, আমি সারাদিন আদালতে ছিলাম। মুফতি হারুন ইজহারকে আজকে কোর্টে তোলা ও চালান দেয়ার কথা ছিল। কিন্তু কোর্টে তোলা হয় নাই। কিন্তু এখন হারুন সাহেবকে কারাগারে পাঠানোর জন্য আদেশ দেয়া হয়েছে।’

বুধবার (২৮ এপ্রিল) রাতে নগরীর লালখান বাজার মাদরাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয়। এসময় মুফতি হারুন ইজহারকে গাড়ি থেকে বের করা হয়নি।

সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় সংশ্লিষ্টতাসহ আগের কয়েকটি নাশকতার অভিযোগ রয়েছে হারুন ইজহারের বিরুদ্ধে। ২০০৯ সালের নভেম্বরে লালখান বাজারে জমিয়াতুল উলুম আল ইসলামিয়ার পেছনের পাহাড় থেকে লস্কর ই তৈয়বার সন্দেহভাজন ২ বিদেশিসহ গ্রেফতার করা হয়েছিল হারুন ইজহারকে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!