মেধা তালিকায় নেই জামেয়া দরগাহ
আযাদ দ্বীনী এদারার ফলাফল প্রকাশ
আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ১৪৪২ হিজরীর মেধা তালিকায় যেতে পারেনি সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রাহ.। ফযিলত, সানাবিয়্যা উলয়া, সানাবিয়্যা আম্মাহ, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ ও হিফযের কোনো জামাআতেই স্থান পায়নি জামেয়া দরগাহ। অন্যদিকে মেধা তালিকায় সবার চেয়ে এগিয়ে আছে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর। ৬টি মেধা তালিকায় পেয়ে সবার শীর্ষে রয়েছে জামিয়া আঙ্গুরা।
উল্লেখ্য, আজ (৯ মে) বেলা ১২টায় সিলেটের সোবহানীঘাটস্থ এদারা ভবনের নিজস্ব কার্যালয়ে আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ১৪৪২ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী ফলাফল হস্তান্তর করেন এদারার সভাপতি মাওলানা জিয়া উদ্দীনের কাছে।
এদারার এ বছরের পাসের হার ৮৬ দশমিক ০৩ শতাংশ। ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের সহসভাপতি ও জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মহাসচবি মাওলানা আবদুল বছীর প্রমুখ।