মোরেলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি করেন মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মো. মতিউর রহমান। শনিবার (১ মে) মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এই নামাজ আদায় করা হয়।

এ সময় মোরেলগঞ্জ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মাদ আলী, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মসজিদের ইমাম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহস্রাধিক মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন ও দেশের জন্য বিশেষ মোনাজাত করেন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!