ময়মনসিংহের মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী গ্রেফতার

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ (২ মে) রবিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ উপজেলার মাইজবাড়ির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে সারা দেশে হেফাজতে ইসলামসহ বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠনের সহিংসতার ঘটনায় সম্প্রতি বিভিন্ন সময়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ,  সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহার, ঢাকা মহানগরের নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ, সদস্য ও ঢাকা মহানগরের  সহ তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ কাসেমী, মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহ প্রমুখ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!