যেভাবে দেখবেন বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের পাশের হার ৭৪ দশমিক ৪ শতাংশ। আজ (১০ মে) সোমবার দুপুর ১২ টায় রাজধানীর যাত্রাবাড়ী কাজলা বেফাকের নিজস্ব কার্যালয়ে বেফাকের ভারপ্রাপ্ত সদর মাওলানা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেন বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক।

ফজিলত মারহালায় গড় পাসের হার পুরুষ ৮০ দশমিক ৩৪%, মহিলা ৬৮ দশমিক ৫০%,
সানাবিয়া উলইয়ায় গড় পাসের হার পুরুষ ৭২ দশমিক ৯৪%, মহিলা ৫৬ দশমিক ২৫%,
মুতাওয়াসসিতাহ গড় পাসের হাড় পুরুষ ৮৫ দশমিক ২৭%, মহিলা ৬৮ দশমিক ৬৪%,
ইবতিদাইয়্যা গড় পাসের হাড় পুরুষ ৭৫ দশমিক ৬১%, মহিলা ৬৬ দশমিক ৭৭%
হিফজ মারহালায় ৯৫ দশমিক ১৫%, ইলমুজ তাজভীদ ও কেরাত মারহালায় ৯০ ৭৪%

বেফাকের রেজাল্ট দেখার নিয়ম : ব্যক্তিগত ফলাফলের জন্য গুগল লিঙ্ক https://wifaqresult.com ব্যবহার করে সন মারহালা ও রোল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পাবেন। মাদরাসা ওয়ারি ফলাফলের জন্য গুগল লিঙ্ক https://wifaqresult.com/madrasas ব্যবহার করে সন মারহালা ইলহাক নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। আর মেধা তালিকা পেতে সন মারহালা ও পুরুষ বা নারী সিলেক্ট করেই দেখতে পাবেন। https://wifaqresult.com/medha-talika সেজন্য আপনাকে এ লিঙ্ক ব্যবহার করতে হবে।

রোল নং ও সন নং অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। অনলাইনে রেজাল্ট দেখতে আপনাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!