রবিউল আউয়াল মাসের প্রতি মুসলিম জাতির ভালোবাসা রয়েছে
বায়তুল মোকাররম জাতীয় সমজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী বলেন, রাসুলের প্রতি ভালোবাসা আর তার সুন্নাত বা আদর্শের প্রতি ভালোবাসার মধ্যে বিভাজন করা যাবে না। রাসুলেপাক সা. ইরশাদ করেন যে আমার সুন্নাত, আদর্শকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসল। যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। এই হাদীস থেকে বুঝা যাচ্ছে যে রাসুল সা.-কে ভালোবাসা এবং তার আদর্শকে ভালোবাসা একটি আরেকটির পরিপূরক, একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। রাসুলেপাক সা.-এর সুন্নত বা আদর্শ গ্রহণ এর মধ্যে তার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দিতে পারলেই মুসলিম জাতি সফলকাম হবে। রবিউল আউয়াল মাস মুসলিম জাতিকে সে অকৃত্রিম ভালোবাসার প্রয়োজনীয়তাকেই স্মরণ করিয়ে দেয়। আজ (৮ অক্টোবর) শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।
পেশ ইমাম বলেন, পবিত্র রবিউল আউয়াল মাসের প্রতি মুসলিম জাতির ভিন্ন একটি আবেগ ও ভালোবাসা রয়েছে। রাসুল সা.-এর প্রতি অকৃত্রিম ভালোবাসা স্মরণ করিয়ে দেয় রবিউল আউয়াল মাস। এ মাসে রাসুলুল্লাহ সা.-এর শুভাগমন, তাঁর আগমনকে ঘিরে ঘটে যাওয়া বিস্ময়কর মুজিজা, তাঁর অলৌকিক জীবনাদর্শ সবগুলো মুসলিম জাতির অন্তরে ঢেউয়ের মত দুলতে থাকে। কুরআনে কারীমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন ‘‘তুমি তাদের কাছে আল্লাহ তায়ালার দিনগুলো স্মরণ করিয়ে দাও”। বিভিন্ন ঘটনার কারণে যেই দিনগুলো থেকে কিছু শিক্ষা নেয়া যায় সেই দিনগুলোর কথা বলা হয়েছে। আল্লাহ তায়ালার রাসুলের আগমনের দিন ও মাসের চাইতে শিক্ষণীয় দিন, মাস আর কি হতে পারে? এসব অনুষ্ঠানের উদ্দেশ্য হতে হবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন, রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি, রাসুলের আদর্শ গ্রহণ করা। আল্লাহ যেন আমাদেরকে রাসুল (সা.)এর অকৃত্রিম ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন।