রবিবার জমিয়তে উলামায়ে হিন্দ আসামের সাধারণ নির্বাচন
ইস্তফা দিবেন মাওলানা বদরুদ্দীন আজমল এমপি
জমিয়তে উলামায়ে হিন্দের ভারতের আসাম প্রদেশের সাধারণ নির্বাচনী সভা আগামী ১২ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। প্রদেশটির রাজধানী গৌহাটির দারুল উলুম গাড়িগাঁওয়ে দুপুর ১১ টায় এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সাংবিধানিক নিয়মানুযায়ী শনিবার রাতেই বিদায়ী সভাপতি মাওলানা বদরুদ্দীন আজমল এমপি সভাপতির পদ থেকে ইস্তেফা দিবেন।
বিষয়টি নিশ্চিত করে আসামের বর্তমান সভাপতি ও ভারতীয় সংসদের ধুবড়ি লোকসভার সদস্য মাওলানা বদরুদ্দীন আজমল জানান, রবিবারের এ সাধারণ নির্বাচনী সভায় উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের কৃতিসন্তান, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সভাপতি এবং রাজ্যের পাঠাগার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। রবিবার সাধারণ নির্বাচনী সভার আগে শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে আসাম রাজ্য জমিয়তের কার্যকরী সভা গৌহাটিতে অনুষ্ঠিত হবে।
এদিকে গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নির্বাচনী সভায় অংশ নিতে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর হয়ে গৌহাটি পৌঁছেছেন উত্তর পূর্ব ভারতের আমীরে শরীয়ত ও আসাম রাজ্য জমিয়তে উলামার কার্যকরী সভাপতি মাওলানা শায়খ ইয়াহইয়া। এছাড়া সভায় আসামের করিমগঞ্জ জেলা জমিয়তের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি হামিদ আহমেদ কাসিমী, মাওলানা মাহমুদুল হাসান।
উল্লেখ্য, মাওলানা বদরুদ্দীন আজমলের কার্যকাল শেষ হওয়ায় তিনি সভাপতির পদ থেকে ইস্তেফা দিবেন। আসামের গত বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থানে জয়লাভ করে মাওলানা বদরুদ্দীন আজমলের নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চা (All India United Democratic Front বা AIUDF) দল। বর্তমানে আসাম সংসদের ১২৬টি আসনের মধ্যে ১৮টি আসনে মাওলানা বদরুদ্দীন আজমলের দলের সাংসদ রয়েছেন।