ঈদের সালাতের পূর্বে আবশ্যক কর্তব্য হচ্ছে সাদকাতুল ফিতর আদায়

অধ্যাপক মাওলানা ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, নানা কারণে জুমআতুল বিদ বিশেষ তাৎপর্যপূর্ণ। মহিমান্বিত রমজানের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ কদর রজনী। রাসুলুল্লাহ সা. বলেন, এ মাসে একটি রাত আছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে অবশ্যই প্রত্যেক কল্যাণ থেকেই বঞ্চিত হলো। (নাসায়ী, হাদীস নং-২১০৭) পবিত্র কোরআনেও কদর রজনীকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। এ ঘোষণার মাঝেই এ রাতে নেক আমলকারীর জন্য অত্যাধিক সাওয়াব লাভ ও মহাপুরস্কার প্রাপ্তির কথাও নিহিত রয়েছে। এ রাতের ফযিলত সম্পর্কে রাসুলুল্লাহ সা. বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় কদর রজনীতে দন্ডায়মান থাকবে (ইবাদাতে লিপ্ত হয়) তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (বুখারী, হাদীস নং-১৯০১)। আজ (৭ মে) শুুক্রবার ঢাকার বাংলা মটরস্থ বাইতুল মোবারক জামে মসজিদের জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, উবাই ইবনে কাআব রা. বলেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই সে রাতটিকে (কদর) জানি যে রাতটিতে কিয়াম করার (নফল সালাত) কথা আমাদেরকে রাসুলুল্লাহ সা. নির্দেশ দিয়েছিলেন, তা হলো রমজানের ২৭ তম রাত। (মুসলিম, ২৬৬৮) এই মহাপূণ্যময় কদর রজনী নফল নামায আদায়, কোরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ, তাওবা-ইস্তেগফার, দোয়া-মোনাজাত, মহান আল্লাহর যিকির ও তাসবীহ পাঠ ইদ্যাদি নেক আমল করার মাধ্যমে অতিবাহিত করা যেতে পারে। ঈদ মহান আল্লাহর পক্ষ থেকে সিয়াম পালনকারী মুসলিমের জন্য এক বিশেষ নিয়ামত। ঈদের সালাত আদায়ের পূর্বে আবশ্যক কর্তব্য হচ্ছে সাদকাতুল ফিতর আদায়।

তিনি আরো বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন, রাসুলুল্লাহ সা. রমজান মাসে স্বাধীন, গোলাম, নারী, পুরুষ, ছোট-বড় সকল মুসলিমের ওপর সাদকাতুল ফিতর ফরয করা হয়েছে। (বুখারী, হাদীস নং-১৫০৩) আমাদের লক্ষ রাখতে হবে যাতে সমাজের প্রতিটি মানুষের কাছেই ঈদের খুশী পৌঁছে যায়। পথশিশু, দিনমজুর, গরীব, দুঃখী, অসহায় কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। এ ব্যপারে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। আমাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন কেউ যদি অভাবে থাকে, তার অভাব পূরণের আমাদের চেষ্টা করতে হবে। ঈদের দিনে সবাই যাতে আনন্দচিত্তে এ দিনটি উদযাপন করতে পারে সে ব্যপারে উদ্যোগ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুণ, যাবতীয় বিপদাপদ থেকে রক্ষা করুণ। আমীন!

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!