রাজধানীর জামিয়াতুল উস্তাযে ভর্তি শুরু

জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এর ভর্তি শুরু বৃহস্পতিবার (৭ শাওয়াল) থেকে। নির্ধারিত কোটা অনুযায়ী অনলাইন ও অফলাইনে ভর্তি হওয়া যাবে প্রতিষ্ঠানটিতে। দীর্ঘদিন আরবি ভাষা ও সাহিত্য নিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠানটি এ বছর খুলেছে দরসে নেজামীর ক্লাস। তাই আদব বিভাগের পাশাপাশি এ বছর দরসে নেজামীর মিজান, নাহবেমীর, হেদায়াতুন্নাহু ও কাফিয়া জামাতে ভর্তি হওয়া যাবে।

প্রতিষ্ঠানটির সার্বিক খরচ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা শফিকুল ইসলাম ইমদাদী রাহাত জানান, ভর্তি ফরম- ৫০/=টাকা, ভর্তি ফি- ৩২০০/= টাকা, মাসিক খরচ ৩০০০/=টাকা (খাওয়া ও আবাসন)।

তিনি অনলাইনে ভর্তির নিয়ম : 01784139259, 01980456181, 01767935252 প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। অতঃপর লিংকে প্রবেশ করে ফরম পূরণ করুন। আপনার ডাটা আমাদের কাছে সংরক্ষিত থাকবে। ভর্তি ফি পরিশোধ করার পর ভর্তি সম্পন্ন হয়েছে বলে গৃহীত হবে। (ফরম লিংক: https://forms.gle/yKT4P1h21CoKsHGT6)।  অফলাইনে ভর্তি হতে চাইলে জামিয়ার অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

No photo description available.

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!