রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত হাইয়াতুল উলইয়ার প্রতিনিধি দলের

কওমি অঙ্গনে বিরাজমান অস্থিরতা থেকে শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং উলামায়ে কেরামের শান ও মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় নানামুখী দীনী কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিতে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের এক সভা অনুষ্ঠিত হয়।

গতকাল (২৫ এপ্রিল) রবিবার রাজধানীর যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইআতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।এ সভাতে গৃহিত হয় ছয় সিদ্ধান্ত। সিদ্ধান্তগুলোর মধ্যে একটি সিন্ধান্ত ছিল ‘হাইআতুল উলইয়ার সভার সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে অবহিত করার জন্য ৩ সদস্যের একটি প্রতিনিধিদলের স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে।’

এ লক্ষ্যে গঠন করা হয় তিন সদস্যের প্রতিনিধি দল। দলের সদস্যগণ হলেন, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার সভাপতি ও হাইআতুল উলইয়ার সদস্য মাওলানা মুফতি রুহুল আমীন, বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়ার মহাসচিব ও রাজধানী ঢাকার আফতাব নগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র শিক্ষক মুফতি জসীমুদ্দীন।

এ সিদ্ধান্তকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজ সোমবার দিবাগত রাত আল-হাইআতুল উলয়ার ৩ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে বলে জানিয়ে রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম জানান হাইআতুল উলইয়া গতকাল যে সিদ্ধান্তগুলো নিয়েছে; আজ সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হবে এবং হাইআতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের লিখিত একটি চিঠি তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিবে। আজ দিবাগত রাত সাড়ে নয়টার দিকে প্রতিনিধিদল মাননীয় স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাত করবে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!