রাত ১১ টায় হাটহাজারী জামিয়ায় আব্দুস সালাম চাটগামীর জানাজা
আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর আজ (৮ সেপ্টেম্বর) বুধবার রাত ১১ টায় হাটহাজারী জামিয়ায় জানাজার নামাজ অনুষ্ঠি ত হবে।
আজ (৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রায় সপ্তাহখানেক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল।
এদিকে ৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় হাটহাজারী জামিয়ার মজলিসে শুরার বৈঠক ডাকা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির এবং হাটহাজারী জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু পরবর্তী সময়ে দেশের কওমি আলেমদের মধ্যে নেতৃত্ব সংকট সৃষ্টি হয়েছে। এর মধ্যে হাটহাজারী জামিয়ার পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি শূন্যতার সৃষ্টি হয়। সম্প্রতি হাটহাজারী জামিয়ার শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিস সদ্যপ্রয়াত আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যু সেই শূন্যতা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এ শূরায় আল্লামা আহমদ শফীর উত্তরসূরি নির্ধারণ হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালকসহ বিভিন্ন পদে নতুন মুখ আসার কথা রয়েছে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর এককভাবে কাউকে মহাপরিচালক পদ না বানিয়ে তিনজনকে পরিচালনা কমিটির সদস্য করা হয়। এই তিনজন হলেন- হাটহাজারী জামিয়ার প্রধান মুফতি মুফতি আবদুস সালাম চাটগামী রহ., মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহইয়া। এছাড়া মাওলানা জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। চলতি বছরের ১৯ আগস্ট তার মৃত্যুর মধ্য দিয়ে ওই পদ দুটিও শূন্য হয়।