রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ বিলুপ্ত ঘোষণা
ধর্মীয় আলোচক, মুফাসসির ও ওয়ায়েজদের অরাজনৈতিক সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ (৯ অক্টোবর) শনিবার এক ভার্চুয়াল মিটিংয়ে সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টাদের সঙ্গে পরামর্শক্রমে তারা এই বিলুপ্তির ঘোষণা দেন। সংগঠনের সভাপতি মাওলানা আবদুল বাসেত খান ও মহাসচিব মাওলানা হাসান জামিলের পক্ষে সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ওয়ায়েজ, কোরআনের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের সমন্বয়ে ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। মূলত প্রশিক্ষণের মাধ্যমে ধর্মীয় আলোচকদের যোগ্যরূপে গড়ে তুলতে সহায়তা করার জন্যই সংগঠনটি কাজ করছিল।এছাড়া করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন। যে কারণে নেতৃবৃন্দ মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। তাই সংগঠনের প্রধান উপদেষ্টা দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান ও সকল সদস্যের পরামর্শে এর বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।
বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মাওলানা আবদুল বাসেত খান, সহ-সভাপতি মাওলানা লোকমান সাদী, মহাসচিব মাওলানা হাসান জামিল, কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মাইজি প্রমুখ।
উল্লেখ্য, দেশের সকল ওয়ায়েজদের ঐক্যবদ্ধ করে এক প্লাটফর্মে আনার জন্যে ২০১৮ সালের ২০ এপ্রিল গঠন করা হয় ‘ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামে একটি সংগঠন। দেশের পরিচিত প্রসিদ্ধ অনেক ওয়ায়েজ যুক্ত ছিলেন এ সংগঠনের সাথে। সংগঠনের পরিসর বাড়িয়ে কাজকে আরও বেগবান করার লক্ষ্যে নাম বদল করে রাখা হয় ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’। এছাড়াও সংগঠনটির পুরোনো কমিটি ভেঙে মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীকে সভাপতি ও মাওলানা হাসান জামিলকে সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।