রিমান্ড শেষে কারাগারে মুফতি আজহারুল ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (২১ জুন) সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে আদেশ এ দেন। আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আজহারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আজহারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন ভোরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটির নেতাদের গ্রেফতার বন্ধে কেন্দ্রীয় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতা-কর্মীর সম্পদের তথ্য চেয়ে সরকারের ৪টি দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।