রিমান্ড শেষে মুফতি ফখরুল ইসলামকে কারাগার প্রেরণ

২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৮ মে) চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুফতি ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৬ এপ্রিল কারাগার থেকে ভার্চুয়ালি তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তারও আগে পাঁচদিনের রিমান্ড চলাকালে গত ১৯ এপ্রিল তিনি ২০১৩ সালের পল্টন থানায় দায়ের হওয়া ওই মামলার ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তার আগে গত ১৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ এপ্রিল তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।