‘রোজিনা ইসলামের ঘটনা পুরো সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরার শামিল’
পেশাগত দায়িত্ব পালন করতে দিয়ে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে হেনস্তার শিকার দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অনুসন্ধানি সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার পূর্বক নিঃশর্ত মুক্তি দাবী করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক। আজ (১৮ মে) মঙ্গলবার দুপুরে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইসহাক বলেন, দুর্নীতির খবর চাপা দেয়ার জন্য একজন সাংবাদিকের টুঁটি চেপে ধরা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য খাতের দুর্নীতির খবর প্রকাশ করায় অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছে। একজন নারী সাংবাদিকের উপর এ ন্যাক্কারজনক আচরণ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। এ ঘটনা পুরো সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরার শামিল। সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাতের সর্বশেষ বহিঃপ্রকাশ। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন। একই সাথে নারী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি।