লালবাগ জামিয়া থেকে মাওলানা জসিম উদ্দিনকে বহিষ্কার
হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব ও জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের শুরা সদস্য এবং মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দীনকে জামিয়ার সকল দায়িত্ব থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সোমবার (৩ মে) বাদ যোহর সুরা সদস্যদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন জামিয়ার সদরুল মুদাররেসিন মাওলানা হাবিবুর রহমান। মাওলানা জসিম উদ্দীন লালবাগ জামিয়ার প্রয়াত মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর জামাতা।-বাংলাভিশন