লালবাগ মাদরাসা থেকে ৩ সিনিয়র শিক্ষককে বহিষ্কার
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব ও জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের শুরা সদস্য এবং মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, হেফাজতের ঢাকা মহানগর ও লালবাগ জামিয়ার শুরা সদস্য এবং মুহাদ্দিস সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ এবং শিক্ষক মুফতি সাইফুল্লাহ হাবিবীকে জামিয়ার সকল দায়িত্ব থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুন) বাদ যোহর শুরা সদস্যদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন জামিয়ার সদরুল মুদাররিস মাওলানা হাবিবুর রহমান। মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা জুবায়ের আহমদ লালবাগ জামিয়ার প্রয়াত মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর জামাতা।
এর আগে গত ৩ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব ও জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের শুরা সদস্য এবং মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দীনকে জামিয়ার সকল দায়িত্ব থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মাওলানা জসিম উদ্দীন লালবাগ জামিয়ার প্রয়াত মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর জামাতা।
উল্লেখ্য, বুধবার (১৪ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)।