শনিবার তেজগাঁও রেলওয়ে জামিয়ায় মুহতামিম সম্মেলন!

বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতে রমজানে কওমি মাদরাসার নূরানি-হিফজ ও ঈদের পরে কিতাব বিভাগ খোলার বিষয়ে দেশের বিভিন্ন মাদরাসার মুহতামিমদের সঙ্গে পরামর্শ সভার আয়োজন করেছে তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশ। দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারের কাছে মাদরাসা খোলার আবেদনের প্রেক্ষিতে দেশের সাত বিভাগের প্রতিনিধিত্বশীল মাদরাসার মুহতামিম ও নাজেমে তা’লীমাতদের নিয়ে এ পরামর্শ সভার আয়োজন করেছে।
আগামীকাল শনিবার (২৪ এপ্রিল) তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া বেলা ১১ টা থেকে এ বৈঠক শুরু হয়ে আসর পর্যন্ত চলবে। জামিয়া ইদরাতুল ঊলুম আফতাবনগেরর মুহতামিম ও তাহাফফুজে মাদারিসে কওমিয়া সদস্য সচিব মুফতি মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পরামর্শ সভায় তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। বিষয়গুলো হলো ১. রমজানে মাদরাসাগুলোর নূরানী বিভাগ খোলা এবং ঈদের পরে কিতাব বিভাগ খোলা। ২. দেশের নিরীহ আলেমদের হয়রানি বন্ধের আবেদন। ৩. ছাত্র-শিক্ষক সম্পর্ক ও তারবিয়াতি বিষয়গুলোতে বর্তমানে ছাত্রদের মাঝে যে উদাসীনতা দেখা যাচ্ছে তা দূর করে ছাত্র-শিক্ষকের মাঝে রুহানি সম্পর্কের সেতু বন্ধন ও ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়টিও এখানে গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, দেশের মাদরাসাগুলোর নুরানী ও হেফজ বিভাগ খুলে দিতে গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসেছিল তাহাফফুজে মাদারিসে কওমিয়া। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশের আহ্বায়ক মাওলানা ড. মুশতাক আহমদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা ইয়াহইয়া মাহমুদ, সদস্য সচিব মুফতি মোহাম্মদ আলী, যুগ্ম সদস্য সচিব মাওলানা মুজিবুর রহমান। এছাড়াও বিভিন্ন মাদরাসার মুহতামিম ও দায়িত্বশীলগণ উপস্থিত থাকবেন।
বৈঠকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, করোনা মহামারীর কারণে দেশের মাদরাসাগুলোর নুরানী ও হেফজ বিভাগের ছুটি দীর্ঘ হলে এতে হেফজ শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ে। হেফজখানাগুলো চালু থাকলে এতে দিনের বেশিরভাগ সময় কুরআন তিলাওয়াত হবে, এর কারণে করোনা মহামারী থেকে আল্লাহ তায়ালা আমাদের সুরক্ষিত রাখবেন।
বৈঠক শেষে মন্ত্রী মহোদেয়ের কাছে নুরানী ও হেফজ বিভাগ খুলে দিতে একটি আবেদন পত্র দেওয়া হয়। মন্ত্রী এব্যাপারে শিগগির কোন ভালো খবর দিতে পারেন বলে আভাস দিয়েছেন। এদিকে আগামীকাল শনিবারের এই পরামর্শ সভায় দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের অংশ নেওয়ার জন্য বিশেষ আহবান জানিয়েছেন তাহাফফুজে মাদারিসে কওমিয়া সদস্য সচিব মুফতি মোহাম্মদ আলী।