শনিবার বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়ার প্রথম কাউন্সিল

বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষা বোর্ড সমূহের মধ্যে সর্বাপেক্ষা নতুন বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের প্রথম কাউন্সিল শনিবার (২ অক্টোবর) রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে কেন্দ্র করে বোর্ড সংশ্লিষ্ট সবার মাঝেই কাজ করছে উৎসাহ ও উদ্দীপনা।

প্রথম কাউন্সিলের বিষয়ে মাওলানা ইয়াহইয়া মাহমুদের বলেন, এটি যেহেতু আমাদের প্রথম কাউন্সিল, তাই একটু বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। তবে ইতোমধ্যে আমাদের প্রাথমিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাউন্সিলকে সামনে রেখে আমাদের দায়িত্বশীলগণ দেশের বেশ কয়েকটি জেলা ও গুরুত্বপূর্ণ মাদরাসাগুলো সফর করেছেন এবং আমাদের বোর্ডের সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনী কার্যক্রম চালিয়েছেন। এ কাউন্সিলের মাধ্যমে আমাদের বোর্ডের মাদরাসা সংখ্যা হাজার ছাড়াবে বলে আশা করছি।

প্রথম কাউন্সিলের প্রস্তুতি বিষয়ে বোর্ডটির মহাসচিব মুফতি মুহাম্মদ আলী জানান, আমাদের প্রাথমিক চূড়ান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। হাতে আশা তথ্য মতে দেশের প্রায় ৪৪ জেলার বিভিন্ন মাদরাসা থেকে প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। আজ রাতেই তারা রাজধানীর উদ্দেশ্য রওয়ানা দিবেন। করোনা প্রথম টার্মে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল; তখন হিফজুল কোরআন বিভাগসহ মাদরাসা খোলার বিষয়ে বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের অবদান ছিল প্রশংসনীয়। এছাড়াও স্বকীয়তা বজায় রেখে কওমি মাদরাসার স্বীকৃতি আদায়ে আমরা কাজ করে গেছি। আসলে কাউন্সিলের আগে এরকম কিছুই বলা যাচ্ছে না। উপস্থিত সদস্যগণ দায়িত্ব পালনের জন্য যাদের বেছে নেবেন; তারাই দেশের অন্যতম এ বোর্ডটির খেদমতের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ অক্টোবর বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয় এবং ১৫ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই বোর্ডের অধীনে প্রায় ৮ শতাধিক মাদরাসা রয়েছে । বোর্ডের সহসভাপতি হিসেবেরয়েছেন জামিয়া আযমিয়া দারুল উলুম রামপুরা বনশ্রীর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ। এছাড়া মহাসচিব পদে রয়েছেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগরের মুহতামিম মুফতি মুহাম্মদ আলী।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!