শাহবাগ জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি মাসউদ আহমদ গ্রেফতার

সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের সিলেটের জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুমের নায়েবে মুহতামিম মুফতি মাসউদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাতে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন কিছু মুসল্লি। মিছিলটি মাইজগ্রাম জামে মসজিদ থেকে শুরু হয়ে শাহগলিবাজার চৌমুহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালীন অবস্থায় বিক্ষোভ মিছিল পালন করায় জকিগঞ্জ থানা পুলিশ সেখান থেকে ৮ জনকে আটক করে। এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ।

জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, জকিগঞ্জ থানায় দায়ের করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় পূর্বেই আরও ৮ জনকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!