শাহ আবদুল হান্নানের ইন্তিকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, প্রথিতযশা লেখক, গবেষক, সাবেক সচিব শাহ আবদুল হান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।
আজ (২ জুন) বুধবার দুপুরে দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো তাৎক্ষনিক এক শোক বার্তায় তিনি এ শোক জানান। এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক সচিব, দিগন্ত মিডিয়া করপোরেশন ও ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান শাহ আবদুল হান্নান ইন্তেকাল করেছন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মাওলানা ইসহাক বলেন, শাহ আবদুল হান্নান দেশ, জাতি ও ইসলামের অগ্রগতির জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন। ইসলামী অর্থনীতি, শিক্ষা, মিডিয়া, সেবাসহ বু্িদ্ধবৃত্তিক পরিমন্ডলে ইসলামী আদর্শকে বাস্তব রূপ দানের জন্য নিবিড়ভাবে কাজ করেছেন। কর্মজীবনে বাংলাদেশ সরকারের একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সহিত তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে তাঁর গবেষণা ও লেখনি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হবার নয়।
প্রদত্ত শোক বাণীতে মাওলানা ইসহাক মরহুম শাহ আবদুল হান্নানের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর জন্য জানআনতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।