শিশুভিত্তিক সংবাদমাধ্যম ‘চাইল্ড ম্যাসেজ’ উদ্বোধন করবেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব

শিশুদের সংবাদ ও প্রোগ্রাম নিয়ে নতুন শিশুভিত্তিক সংবাদমাধ্যম ‘চাইল্ড ম্যাসেজ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল (১০ মে) সোমবার। উদ্বোধন করবেন বিশ্বজয়ী কোরআন হাফেজ নাজমুস সাকিব। চাইল্ড ম্যাসেজে উপস্থাপনা থেকে সংবাদ লেখা, সব কাজই করবে শিশুরা। এক শিশু অন্য শিশুর অধিকার বাস্তবায়নে কাজ করবে এই প্ল্যাটফর্মে।

চাইল্ড ম্যাসেজের পরিকল্পনা ও নির্বাহী কর্মকর্তা আরিফ রহমান বলেন, পবিত্র মাহে রমজানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দেশের গর্ব ও বিশ্বজয়ী কোরআন হাফেজ নাজমুস সাকিবকে দিয়ে উদ্বোধন করাবো। ১০ মে এই বিশ্বজয়ী কোরআন হাফেজে নাজমুস সাকিবের সঙ্গে শিশুরা সরাসরি কথা বলার মধ্য দিয়ে জাতিসংঘের শিশু সনদ ১৯৮৯ নীতিমালা ১৩ অনুচ্ছেদ বাস্তবায়নে কাজ শুরু করবে চাইল্ড ম্যাসেজ। চাইল্ড ম্যাসেজ শিশুদের অধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত প্রোগ্রাম আয়োজন ও প্রচার করবে। শুধু বাংলাদেশের শিশুদের জন্য চারটি নিয়মিত আয়োজন প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বরেন, সবধরনের শিশু অংশ নিতে পারবে। পথশিশুরা এমনকি শারীরিক প্রতিবন্ধী শিশুরাও বঞ্চিত হবেনা আমাদের এই প্লাটফর্ম থেকে। চাইল্ড রিলেটেড নিউজ – প্রোগ্রাম দুইটা ই থাকবে।আমাদের এইখানে শিশু সাংবাদিকগন মুলত রিপোর্টার হয়ে কাজ করবেন এবং কাভার করবেন শিশুদের নানা সমস্যা, সম্ভাবনা ও ইভেন্ট। আমরা জাতিসংঘ শিশু সনদের প্রতিটি অধিকারের বিষয় কে গুরুত্ব দিবো এবং শিশুদের সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা থাকবে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!