সময়কে কাজে লাগিয়ে মানুষ জান্নাতী, কাজে না লাগিয়ে জাহান্নামী হতে পারে
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী বলেছেন, আল্লাহ তায়ালা বান্দার উপর অসংখ্য-অগণিত নেয়ামত দান করেছেন যা গণনা করে শেষ করা যাবে না। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন ‘যদি তোমরা আমি আল্লাহর নেয়ামত গুলোকে গণনা করো, গণনা করে শেষ করতে পারবা না’। এই নেয়ামত গুলোর মধ্যে সময় অনেক বড় দামি নেয়ামত । সময় এত বড় নেয়ামত যে, এই সময়কে কাজে লাগিয়ে মানুষ জান্নাতী হয়ে যেতে পারে। এর বিপরীত এই সময়কে কাজে না লাগানোর কারণে মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে। আজ (১৭ সেপ্টেম্বর) শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।
পেশ ইমাম বলেন, এ জন্যই তো আল্লাহ তায়ালা বান্দাদেরকে ধমক এবং তিরস্কার করে কেয়ামতের দিন বলবেন,”আমি কি তোমাদেরকে এতটুকু বয়স এবং সময় দেয়নি, যে সময়কে তোমরা উপদেশের কাজে এবং নেক আমলের কাজে লাগাতে পারতে? “আল্লাহ তায়ালা সূরা আছরে সময়ের কসম খেয়ে বলেছেন ‘সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত । তবে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং সত্যের উপদেশ দিয়েছে, সবরের উপদেশ দিয়েছে তারা ব্যতীত।’ এই কসম থেকেও বুঝা যায় সময়ের গুরুত্ব কতখানি। যে বিষয়টাকে বড় মনে করা হয় তার উল্লেখ করেই কসম খাওয়া হয়, অন্য কিছুর নামে কসম খাওয়া হয়না। কাজেই সময়কে কিভাবে কাজে লাগাতে হবে কোন কোন কাজে লাগাতে হবে তাও আল্লাহ তায়ালা এই সূরায় বলে দিয়েছেন যারা নিজেরা ঈমান আনে এবং নেক আমল করে । অন্যকেও ঈমানের কথা বলে, আমলের কথা বলে।
তিনি আরো বলেন, এখানে মোট চারটা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এই চারটা কাজে যাদের সময় লাগবে তারা ক্ষতিগ্রস্ত হবে না অন্যথায় ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় আমরা সময়ের ব্যাপারে ধোকা খায়। মনে করি আজ নয় কাল করব এখন নয় আগামীতে করবো এভাবে আগামীর চক্করে পড়ে এক সময় মৃত্যু এসে যায়। সময়কে আর কাজে লাগানো হয় না। সময় এবং সুস্থতা উভয়ের ব্যাপারে আমরা এরকম ধোকা খায়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর বড় দুটি নেয়ামত রয়েছে, যে ব্যাপারে মানুষ ধোকা খায়। সে দুটি নেয়ামত হল সুস্থতা ও অবসরতা ‘অন্য হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ‘পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও, অভাব আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে অবসরতাকে কাজে লাগাও, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও।’ এই হাদীসে বুঝানো হয়েছে যে আগামীতে করবো সামনে করবো এই চক্করে পড়বে না বরং এখনই কাজ শুরু করে দাও। আল্লাহ তায়ালা আমাদেরকে সময়ের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন।