সরকার এই সংকট দ্রুতই কাটিয়ে উঠবে : ফরহাদ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিশ্বজুড়ে যে সংকট দেখা দিয়েছে, বাংলাদেশ সরকার এই সংকট দ্রুতই কাটিয়ে উঠবে।
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, সাংবাদিকরা কখনো নীরব থাকতে পারেন না, এটা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতা করতে গেলে প্রকাশ্যে বলতে হয়।কালের পরিক্রমার এ পেশা আজকে ভালো জায়গায় এসেছে। সাংবাদিকতার ওপর ভিত্তি করে গণতন্ত্র এগিয়ে যায়, আবার মুখথুবড়ে পড়ে। তাই সাংবাদিকতা করার ক্ষেত্রে আমাদেরকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, এক সময় সাংবাদিকদের ওপরে অনেক নির্যাতন ও জুলুম হয়েছে। কিন্তু এখন সেটি নেই। বর্তমান সরকার এ বিষয়ে খুবই সচেতন। একইসঙ্গে এখন যেহেতু কোনো প্রতিশোধের রাজনীতি নেই। গ্রেনেড হামলা, জঙ্গিবাদ নেই সুতরাং সাংবাদিকদের জীবন যে ঝুঁকির মধ্যে ছিল সেটি কিন্তু এখন আর নেই।
‘আমরা যে যেই আদর্শের থাকি না কেন, আমাদের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই, তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
সাংবাদিক রাহুল রাহার সভাপতিত্বে সভায় তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মধুসূদন, সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ বক্তব্য দেন।
দুই পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিকরা বক্তব্য রাখেন। পরে সিনিয়র সাংবাদিক কাজী আবদুল হান্নানের নেতৃত্বে ছয় সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। কমিটি নির্বাচনের লক্ষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা তৈরি করবে।