সাইনবোর্ড আশরাফিয়া মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল বারীর ইন্তেকাল
আগামীকাল সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গনে জানাজা
ঢাকার সাইেোর্ড আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আব্দুল বারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা আগামীকাল সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আজ (১৩ এপ্রিল) মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটে ৮৫ বছর বয়সে এই নশ্বর পৃথিবী ত্যাগ করে রফিকে আ’লার সান্নিধ্যে চলে গেছেন তিনি। মরহুমের নাতি নাঈম রেদওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, তিনি হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সুযোগ্য খলিফা, মুফতি শফি রহ. ও শায়খুত তাফসির ইদ্রিস কান্দোলভী রহ. এর বিশিষ্ট সাগরেদ ছিলেন। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়াবেটিস রোগেও ভোগেছেন তিনি।