সাতক্ষীরার শ্যামনগরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

সাতক্ষীরার শ্যামনগরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সলাতুল ইস্তিস্কা) আদায় করেছে স্থানীয়রা। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা কামাল হোসেন। শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। এসময় নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির প্রার্থনা করেন।
আজ (৩০ এপ্রিল) শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার নকিপুর মোল্লা বাড়ি জামে মসজিদের পাশে অনুষ্ঠিত নামাজে শতাধিক মুসুল্লি অংশ নেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় ও গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে শ্যামনগরের খাল-বিল ও পুকুর শুকিয়ে চৌচির হয়ে গেছে। এতে করে সুপেয় খাবার পানিসহ ব্যবহার্য পানির সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে জনজীবন নাকাল হয়ে পড়েছে।