সানাবিয়া উলইয়ায় মেধা তালিকায় শীর্ষে যারা

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (১০ মে) সোমবার দুপুর ১২ টায় রাজধানীর যাত্রাবাড়ী কাজলা বেফাকের নিজস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে ফযীলত মারহালায় যারা মেধা তালিকার শীর্ষে রয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হলো।

সানাবিয়া উলইয়া (পুরুষ ) : মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ফেনীর জামিয়া রশিদিয়া মাদরাসার মো: আ: কাইয়ুম প্রাপ্ত নম্বর ৬৭৮, ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। তারা হলাে কুমিল্লার দারুল উলুম বরুড়া মাদরাসার মােঃ রহমত উল্লাহ প্রাপ্ত নম্বর ৬৭৫ , অন্যজন ঢাকার লালমাটিয়া মােহাম্মদপুর মাদরাসার মুহা: আরিফ বিল্লাহ, প্রাপ্ত নম্বর ৬৭৫, ৩য় স্থান অধিকার করেছে ঢাকার উন্মুল কোরা মােহাম্মদবাগ মাদরাসার মুহাম্মাদ আব্দুল্লাহ প্রাপ্ত নম্বর ৬৭৪।

সানাবিয়া উলয়া (মহিলা) : মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকার জামিআ মিল্লিয়া মাদানিয়া, মিরপুর আজমা মহিলা মাদরাসার আফিফা প্রাপ্ত নম্বর ৬৭২, ২য় স্থান অধিকার করেছেন নারায়নগঞ্জের ইব্রাহীমিয়া আমিনিয়া মহিলা মাদরাসার মােসা: আয়েশা সিদ্দিকা প্রাপ্ত নম্বর ৬৬৫, ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। তারা হলাে কুমিল্লার ইকরা লাকসাম মহিলা মাদরাসার নাছরিন সুলতানা শিফা প্রাপ্ত নম্বর ৬৬৩। অন্যজন হলাে ঢাকার জামি’আ মিলিয়া মাদানিয়া, মিরপুর আজম মহিলা মাদরাসার সাদিয়া রহমান প্রাপ্ত নম্বর ৬৬৩।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!