সারাদেশে ৫০ হাজার বৃক্ষ রোপণ করবে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’
সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য চাই দূষণমুক্ত স্বচ্ছ পরিবেশ। আর নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষই আমাদের জীবনযাত্রার প্রাকৃতিক সঙ্গী। বাংলাদেশের আয়তন অনুযায়ী বৃক্ষের প্রয়োজন শতকরা ২৫ ভাগ। অথচ বর্তমানে মাত্র ১৭ শতাংশ রয়েছে এই বৃক্ষ ও বনভূমি। তাই দেশের পরিবেশের ভারসাম্য ও সতেজতা ধরে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এসব বিষয়কে সামনে রেখে এ বছর দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ বিতরণ ও রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে শায়খ আহমাদুল্লাহ পরিচলাতি আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত বছর থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ জানান, গত বছর থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তখন পুরো দেশব্যাপী ৬৮ হাজার বৃক্ষরোপন ও বিতরণ করি আমরা। এ বছরও যথারীতি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে ইন-শা-আল্লাহ। এই কর্মসূচির অংশ হিসেবে ৫০ হাজার গাছ বিতরণ ও রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। এ বছর দুইভাবে বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়িত হবে। প্রতিষ্ঠান ভিত্তিক ও সংগঠন ভিত্তিক।
তিনি জানান, মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজ কর্তৃপক্ষের আবেদন যাচাইপূর্বক এসব প্রতিষ্ঠানকে গাছের চারা প্রদান করা হবে। এছাড়া যেসব স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন উপযুক্ত স্থানে/স্থানীয় দরিদ্রদের মাঝে বৃক্ষরোপণ করতে আগ্রহী, সেসব সংগঠনের দায়িত্বশীলদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে দেয়া গুগল ফরম পূরণ করে আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত গাছের আবেদন করা যাবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর আবেদন গৃহীত হোক বা না হোক দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করা হবে ইন-শা-আল্লাহ।
নিচের ফরমে গাছের আবেদন আহ্বান করা হচ্ছে। লিঙ্ক : https://forms.gle/H8KRV8WREBRkx7iPA
উল্লেখ্য, আবেদন যাচাই-বাছাইয়ের পর আবেদন গৃহীত হোক বা না হোক দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করা হবে ইন-শা-আল্লাহ।