সৃজনঘরের স্থায়ী কমিটি ও নির্বাহী পরিষদের সমন্বিত বৈঠক অনুষ্ঠিত
শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের সাড়াজাগানো আয়োজন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল ২০২২’-এর পর্যালোচনা উপলক্ষে সংগঠনটির স্থায়ী কমিটি ও নির্বাহী পরিষদের সমন্বিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর ২০২২) বিকাল সাড়ে তিনটায় শ্রীমঙ্গলের নাজাত ইসলামী মারকায কনফারেন্স কক্ষে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থায়ী কমিটির সদস্য মাওলানা জিয়া উদ্দীন ইউসুফের সভাপতিত্বে ও নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হামমাদ রাগিবের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন— স্থায়ী কমিটির সদস্য মাওলানা আহমদ কবির খলিল, মাওলানা ইনাম বিন সিদ্দিক, নির্বাহী পরিষদের সভাপতি মাওলানা সাইফ রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইবাদ বিন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাম্মাদ তাহমীম, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা মামুন আবদুল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শেখ এনাম, প্রচার সম্পাদক মাওলানা জামিল আহমদ, অফিস সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ, নির্বাহী সদস্য মাওলানা শাফি উদ্দিন, মাওলানা নূহ বিন হোসাইন ও মাওলানা লাবীব শাহেল।
আরো পড়ুন : সিলেটে তারুণ্যের মাহফিল করে প্রশংসায় ভাসছে ‘সৃজনঘর’
৫ ঘণ্টা দৈর্ঘের গুরুত্বপূর্ণ এ বৈঠকে ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল ২০২২‘-এর সামগ্রিক বিষয়াবলির পর্যালোচনা এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশ করা হয়। পাশাপাশি, সৃজনঘরের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়াও সৃজনঘরের অর্থ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান রাফে প্রবাসে গমন করায় বৈঠকে আলোচনার ভিত্তিতে নির্বাহী সদস্য মাওলানা শাফি উদ্দীনকে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
রাত ৯টায় স্থায়ী কমিটির সদস্য মাওলানা আহমদ কবীর খলীলের মুনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়। – বিজ্ঞপ্তি