সোনারগাঁয়ের রিসোর্টে হামলা মামলায় গ্রেফতার সানি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পর হেফাজত নেতা-কর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার আসামি সানি ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সানি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের রোস্তম আলীর ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপপরিদর্শক ইয়াউর রহমানের নেতৃত্বে বাড়ি মজলিশ এলাকা থেকে সানিকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সানি পালিয়ে বেড়াচ্ছিলেন। হেফাজতে ইসলামের হামলার ঘটনায় দুটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সানির বিরুদ্ধে হেফাজতে ইসলামের মামলাসহ সোনারগাঁ থানায় আগ্নেয়াস্ত্র, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজির মোট ১০টি মামলা রয়েছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!