স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শীর্ষ আলেমরা

মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বন্ধ থাকা মাদরাসা খোলার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইআতুল উলইয়া ল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমদের একটি টিম।

আজ (২৫ আগষ্ট) বুধবার দুপুরে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহা. শরীফ মাহমুদ অপু। এছাড়াও মিটিংয়ে আমন্ত্রিত একাধিক আলেম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে অংশ নিবেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মুফতি ফয়জুল্লাহ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকের পদত্যাগী মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন, বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মহাসচিব মুফতি মোহাম্মদ আলী প্রমুখ।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকায় দেশের কওমি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে সরকার। গত ৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকে দীর্ঘ ৫ মাস বন্ধ রয়েছে দেশের মাদরাসাগুলো। বর্তমানে করোনা সংক্রমণ কমছে। এমন পরিস্থিতে মাদরাসা খোলার দাবি জোরালো হচ্ছে। এ বিষয়ে কথা বলতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!