হাটহাজারী জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইয়াহইয়ার পরিচিতি

দেশের সর্ববৃহৎ কওমি আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনিযুক্ত প্রধান শায়খুল হাদিস হিসেবে মাওলানা শেখ আহমদকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় হাটহাজারী জামিয়ার শুরার বৈঠক শেষে তাকে শায়খুল হাদিস হিসেবে নিয়োগ করা হয়।
মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার পরিচয় : মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার ১৯৪৭ সালের ১৫ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারীর অন্তর্গত আলমপুর গ্রামে কাজি সালেহ আহমদ এর বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাজি আব্দুল আজিজ বিন চাঁদ মিয়া বিন আসমত আলি জমিদার বিন কাজি মুহাম্মদ সালেহ।
প্রাথমিক শিক্ষা : ১০ বছর বয়সে হাটহাজারী জামিয়ার নূরানী বিভাগের শিক্ষক কারী নুরুল হক রহ. এর কাছে প্রাথমিক পড়াশোনা শুরু করেন। এবং হাটহাজারী জামিয়াতেই ১৯৭৩ ইংরেজিতে দাওরায়ে হাদীস সমাপ্ত করেন।
উল্লেখযোগ্য শিক্ষক : মুফতী আজম ফয়জুল্লাহ রহ., শায়খুল হাদীস আল্লামা আব্দুল আজীজ রহ., আল্লামা আব্দুল কাইয়ুম রহ., মুফতী আহমদুল্লাহ রহ., মাওলানা হামেদ রহ., আল্লামা নাদেরুজ্জাম রহ., মাওলানা ইব্রাহীম আলমপুরী রহ. ও শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. প্রমুখ।
কর্মজীবন : ১৯৭৩ ইংরেজীতে শিক্ষাজীবন সমাপ্ত করে হাটহাজারীর অন্তর্গত গড়দুয়ারা মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। গড়দুয়ারা মাদরাসায় ১০ বছর শিক্ষকতার পরে ৩ বছর মাদার্শা মাদরাসা ও হাজী ইউনুস সাহেব রহ. প্রতিষ্ঠিত ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদরাসায় ৬ বছর শিক্ষকতা করেন। অতঃপর হাটহাজারী জামিয়ার মজলিসে শুরার ডাকে ১৯৯১ ইংরেজীতে উম্মুল মাদারিস খ্যাত হাটহাজারী জামিয়ার যোগদান করেন। শিক্ষকতা সময়ের শুরু থেকে আজ অবধি তার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে উর্দুখানা থেকে তাফসির জামাত পর্যন্ত সকল বিভাগের বিভিন্ন কিতাবের পাঠদান করে আসছেন।
পরিচালনা কমিটির সদস্য : ২০২০ সালের ২০ সেপ্টেম্বর হাটহাজারী জামিয়ার অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে মাওলানা ইয়াহইয়াকে ৩ সদস্য বিশিষ্ট মজলিসে ইদারির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছিলো।