হাফেজ মাওলানা মনজুরুল হক গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হককে (৫২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (২ মে) রবিবার বিকেলে ময়মনসিংহ মহানগরীর ছোটবাজার এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে আজ (২ মে) রবিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ উপজেলার মাইজবাড়ির নিজ বাড়ি থেকে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় হাফেজ মাওলানা মঞ্জুরুল হককে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহে কওমিপন্থী আলেম-ওলামাদের সংগঠন ইত্তেফাকুল ওলামার নেতৃবৃন্দ ময়মনসিংহ হেফাজতে ইসলামের নেতৃত্ব দিতেন। গ্রেফতার হাফেজ মাওলানা মঞ্জুরুল হক নেত্রকোনার পূর্বধলা থানার মৃত মাওলানা জহির উদ্দিনের ছেলে। গ্রেফতার হাফেজ মাওলানা মঞ্জুরুল হক ময়মনসিংহ জেলা ইত্তেফাকুল উলামার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক।