হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা আল্লামা বাবুনগরীর (ভিডিও)

নিজস্ব প্রতিনিধি : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা করেছেন আল্লামা জুনাইদ বাবুনগরী। আজ (২৫ এপ্রিল) রবিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী, দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন।