হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি মুনির গ্রেফতার

জামেয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব, হেফাজতের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থসম্পাদক মুফতি মুনির হোসাইন কাসেমিকে বারিধারা মাদরাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম শুক্রবার এশার নামাজের সময় বারিধারা-বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং সম্প্রতি নারায়ণগঞ্জের সহিংসতায় তার নাম জড়িত।