হেফাজতের সহকারী প্রচার সম্পাদক গাজী ইয়াকুব গ্রেফতার

গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ ও হরতাল চলাকালে ঢাকাসহ ব্রাহ্মনবাড়িয়ায় ব্যাপক ভাংচুর ও সহিংসতার অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে ওলামায়ে ইসলাম ব্রাহ্মনবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম। বৃহস্পতিবার ( ৬ মে) সন্ধ্যায় ফেনী জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ব্রাহ্মনবাড়িয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাংচুর ও সহিংসতার সাথে নিজের সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ ব্রাহ্মনবাড়িয়াসহ দেশের বিভিন্ন যায়গায় সহিংসতা চালানোর সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জেলা পুলিশের প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।