হেফাজতের সহকারী প্রচার সম্পাদক গাজী ইয়াকুব গ্রেফতার

গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ ও হরতাল চলাকালে ঢাকাসহ ব্রাহ্মনবাড়িয়ায় ব্যাপক ভাংচুর ও সহিংসতার অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে ওলামায়ে ইসলাম ব্রাহ্মনবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম। বৃহস্পতিবার ( ৬ মে) সন্ধ্যায় ফেনী জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ব্রাহ্মনবাড়িয়ায় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাংচুর ও সহিংসতার সাথে নিজের সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ ব্রাহ্মনবাড়িয়াসহ দেশের বিভিন্ন যায়গায় সহিংসতা চালানোর সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জেলা পুলিশের প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!