হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভক্ত, অনুসারী ও ছাত্রদের অশ্রুসিক্ত ভালোবাসায় জানাযা সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন আল্লামা বাবুনগরী রহ.- বড় মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে হাটহাজারী জামিয়ায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন। জামিয়ায় ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ভীড়ের কারণে মরদেহ বহনকারী কফিন মাদরাসার সম্মুখস্থ ডাকবাংলো রোডে রাখা হয়।হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কেই অধিকাংশ মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়ান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়। বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা। ৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগে রবিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে গাড়িতে বসেই বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিষেধক ভ্যাকসিন নিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আল্লামা বাবুনগরীর ইন্তেকালের খবরে বৃহস্পতিবার দুপুর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভক্ত, অনুসারী ও ছাত্ররা। তাকে এক নজর দেখতে লোকে লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো হাটহাজারী এলাকা। জানাজায় অংশ নিতে ব্যাপক লোক সমাগমের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি রোডে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। জানাজা শেষে হাটহাজারী জামিয়ায় ক্যাম্পাসের অভ্যন্তরের মাকবারাতেই দাফন করা হবে আল্লামা বাবুনগরীকে।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে জানাজায় উপস্থিত ছিলেন, বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা আব্দুল হালীম মধুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল,হুমায়ুন হুমায়ুন আইয়ুব, স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাওলানা গাজী সানাউল্লাহ, সাইমুম সাদী, ড. এনায়াতুল্লাহ আব্বাসী সহ আরো অনেকে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়তেই শোকে কাতর হয়ে পড়েন দেশবাসী। এতে শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ স্থানীয় আলেমরা। শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। এছাড়াও শোক প্রকাশ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।