হেফাজত আমির আল্লামা বাবুনগরীর ইন্তেকালে ইসলামী দলসমূহের শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের ইসলামী দলসমূহে পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন।  শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। তিনি একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ছিলেন। আল্লামা বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে একজন। তার ইন্তেকালে দেশের ঈমানদার জনগণ একজন খ্যাতিমান ধর্মীয় অভিভাবক হারালেন। তিনি হাজার হাজার আলেম গড়ে তুলেছেন। আল্লামা জুনায়েদ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে ইলমে নববীর আলো বিতরণ করে গেছেন। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

খেলাফত মজলিসের শোক প্রকাশ : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস প্রথিতযশা আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।  আজ (৬ আগষ্ট) বিকালে দলের সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক যৌথ শোক বাণীতে তারা এ শোক জানান। নেতৃদ্বয় বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. শুধু একজন প্রথিতযশা আলেমে দ্বীন ছিলেন না। তিনি ছিলেন এ জাতির একজন আপোষহীন রাহ্বার। জুলুম নিপীড়নের শিকার হয়েও অবিচলভাবে তিনি দ্বীনের খেদমত করে গেছেন। আজ তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।  মহান আল্লাহর কাছে তাঁর সকল নেক আমল কবুলের দোয়া করেন। তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃদ্বয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের শোক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের নেতৃবৃন্দ। আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান,সহকারি মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস প্রমুখ এ শোক জানান। শোকবার্তায় তারা বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন একজন বিদগ্ধ আলেমেদ্বীন, লেখক, কলামিস্ট ও মানুষ গড়ার কারিগর। তার ইন্তেকালে জাতি মুসলিম উম্মাহর দরদী দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ একজন রাহবারকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে তার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শোক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আল্লামা বাবুনগরি রহ. ছিলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ও সাহসী মজলুম নেতা। তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেননি। সত্যের উপর অবিচল থেকে তিনি গনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। হক ও হক্কানিয়্যতের পক্ষে বলিষ্ঠ এই মহান আলেমের ইন্তেকালে এক বিরাট শুন্যতার সৃস্টি হলো। তার জায়গা কখনো পূরণ হওয়ার নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের শোক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশ। আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়ত অপরাংশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ প্রমূখ এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, আল্লামা বাবুনগরী আজীবন ইসলাম ও এলমে নববীর খেদমত করে গেছেন। তিনি বাতিলের মোকাবেলায় সোচ্চার ছিলেন। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসা পূরণ হবার নয়। আল্লামা বাবুনগরীর ইন্তেকালে দেশ একজন বিদগ্ধ গবেষক আলিমে দ্বীন এবং বুজুর্গ ব্যক্তি কে হারালো। আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শীষ্য ও ভক্তবৃন্দ সহ সকলের প্রতি জমিয়ত নেতৃবৃন্দ গভীর সমবেদনা প্রকাশ করছি।

বাংলাদেশ খেলাফত মজলিসের শোক : দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাাবিদ, প্রসিদ্ধ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী। আজ (১৯ আগষ্ট) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবানীতে তিনি এ শোক জানান।মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, আল্লামা বাবুনগরী দ্বীর্ঘ সময় হাদিসের খেদমত করেছেন। অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ইসলাম ও মুসলিম উম্মাহ এর স্বার্থ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ও আপসহীন ভূমিকা রেখেছেন। লেখনীর জগতেও তার অবদান উল্লেখযোগ্য। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার ইন্তেকালে দেশ একজন সত্যিকার নায়েবে নবী আপসহীন ও আধ্যাত্মিক রাহবারকে হারিয়েছে। যা অপূরণীয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে জান্নাতের উচ্চ মাকাম দানে দুআ করেন এবং তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের ধৈর্য্য ধারনের তাওফিক কামনা করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক :  হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন। চরমোনাই পীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করেন। আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল এখতিয়ারের তৌফিক দিন, আমীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোক  : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক এবং শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, হক্বের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। চরম চাপ, জুলুম-নির্যাতন, ভয়-ভীতিতে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। হক্বের মঞ্জিলের দিকে তাঁর পথচলা ছিলো নিরন্তর। আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁর এই গোলামের তামাম জিন্দেগীর নেক খেদমতগুলোকে কবুল করুন। ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগে-যুগে আলোকিত করুক। হক্বের পক্ষে আপোষহীন তাঁর এই ভূমিকা হক্বপন্থীদেরকে যুগ-যুগ ধরে উজ্জীবিত করুক। আল্লাহ্‌ পাক তাঁর জীবনের ত্রুটি-বিচ্যুতিগুলো মেহেরবানী করে ক্ষমা করুন, অনন্ত সফরে রহম করুন এবং তাঁকে জান্নাতের আ’লা দারাজা জান্নাতুল ফিরদাউস দান করুন। রেখে যাওয়া আমানত তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ্‌ তা’য়ালা রক্ষা করার তাওফিক দান করুন। পরিবার, প্রিয়জন এবং আল্লামা মরহুমের সকল পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!