হেফাজত নেতা মাওলানা শাহীনূর পাশা আটক

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীকে আটক করেছে ডিবি।

বৃহস্পতিবার দিবাগত (৭ মে) রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে ইতিকাফরত অবস্থায় তাকে আটক করে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার একটি টিম।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি সূত্র।

উল্লেখ্য, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হাটহাজারী থানায় ভাঙচুর, ডাকবাংলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে হাটহাজারী সড়কে গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয় চারদিন। এসব ঘটনায় হাটহাজারী থানায় সাতটি মামলা দায়ের করা হয়। বিভিন্ন মামলায় সংগঠনটির বিলুপ্ত কমিটির ৫৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!