২০ দলীয় জোট ত্যাগ করল জমিয়তের একাংশ

বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশ। আজ (১৪ জুলাই) বুধবার বিকালে রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। এরআগে ২০১৯ সালে বিএনপি নেতৃত্বাধীন এই জোট ছেড়েছিল আন্দালিভ রহমান পার্থের বিজেপি।

লিখিত বক্তব্যে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আজকের সভায় ব্যাপক আলােচনা পর্যালােচান্তে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ এক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিবাচনী ঐক্য গড়ে তােলে। এ ধারাবহিকতায় ঐক্যবদ্ধভাবে কয়েকটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু অত্যন্ত দুখের সাথে বলতে হয় যে, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, সম্প্রতি শরিক দলগুলাের সাথে পরামর্শ করে মতামত না নিয়ে তিনটি আসনের উপনির্বাচন এককভাবে বর্জনের ঘােষণা করা, জোটের কোন কার্যক্রম না থাকা, বিএনপি মহাসচিবের শরীয়া আইনে বিশ্বাসী না হওয়ার বক্তব্য দেয়া, দেশব্যাপী আলেম উলামাদের (জেলজুলুমের প্রতিবাদে কার্যকর কোন ভূমিকা না রাখা এবং জোটের শীর্ষ নেতা জমিয়ত মহাসচিব মাওলানা নূর হােসাইন কাসেমী রহ.-এর ইন্তিকালের পর বিএনপির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন না করা ও জানাজায় অংশগ্রহণ না করায় জমিয়তের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তাই জমিয়ত মনে করে বিশদলীয় জোট থেকে সমর্থন প্রত্যাহার করাই জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জমিয়ত জোটের কোন কার্যক্রমে সক্রিয় থাকবেনা।

দুই. সম্প্রতি মােদী আগমণ বিরােধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত জমিয়ত নেতৃবৃন্দসহ সকল উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির জোর দাবী জানাচ্ছে।

তিন. জমিয়ত নেতৃবৃন্দসহ উলামায়ে কেরামের বিরুদ্ধে যে সব মামলা করা হয়েছে, সে সব মামলা অবিলম্বে প্রত্যাহার এবং হয়রানী বন্ধের জোর দাবী জানাচ্ছে।

চার. প্রাণঘাতি করােনা পরিস্থিতি অবনতি হওয়ায় কঠোর লক ডাউন, শাট ডাউন ঘােষণা করায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ ও সকল নাগরিককে দ্রুত সময়ের ভিতর টিকা দানের ব্যবস্থা গ্রহণের জোর দাবী করছে।

পাঁচ. দীর্ঘ দিন যাবৎ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপুরনীয় ক্ষতি হচ্ছে ও ক্ষেত্রবিশেষ বহু কোমলমতি কিশাের সামাজিক নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই আজকের সভা কওমী মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খােলে দেয়ার জোর দাবী জানাচ্ছে।

ছয়. বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি খাত হলাে চামড়া শিল্প। এ চামড়ার বিশাল একটা অংশ পবিত্র ঈদুল আযহায় জবেহকৃত পশু থেকে সংগৃহীত হয়ে থাকে। বেশ কয়েক বছর ধরে রহস্যজনকভাবে চামড়ার দরপতন পরিলক্ষিত হচ্ছে। যার ফলে চামড়া শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাই চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করে চামড়া শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জোর দাবী জানাচ্ছে।

জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমিয়তের সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল বছীর, মুফতি মাসুদুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি মুতীউর রহমান গাজীপুরী, মাওলানা বশির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন,প্রকশানা সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!