২১ মার্চ থেকে দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু
আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদরাসাসমূহের চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) ২০২২ সালের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। ২১ মার্চ ২০২২ (১৭ শা‘বান ১৪৪৩ হিজরী) সোমবার থেকে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে। আজ (৯ অক্টোবর) শনিবার হাইআতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুঃ অছিউর রহমান স্বাক্ষরিত অফিসিয়াল পেইজে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত (২৮/০২/১৪৪৩ হি.,) গত ৬ অক্টোবর (রোজ বুধবার) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় ১৪৪৩ হিজরী/২০২২ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় :
পরীক্ষা শুরু : ২১ মার্চ ২০২২, ১৭ শা‘বান ১৪৪৩ হিজরী, সোমবার।
পরীক্ষা শেষ : ৩১ মার্চ ২০২২, ২৭ শা‘বান ১৪৪৩ হিজরী, বৃহস্পতিবার।
শুক্রবারসহ ১০ দিন ১০ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকবে।