২২ আগস্ট ইরানের হিফজুল কুরআন প্রতিযােগিতার বাছাইপর্ব
ডেইলি সিগনেচার : ইসলামিক রিপাবলিক অব ইরানের ৩৮ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযােগিতা-২০২১ উপলক্ষে বাংলাদেশে আগামী ২২ আগস্ট ২০২১ থেকে বাছাইপর্ব প্রতিযোগিতা শুরু হবে।রাজধানীর বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ বাছাই পর্ব অনুষ্ঠান শুরু হবে। ইরানে অনুষ্ঠিতব্য ৩৮ তম আন্তজার্তিক এ হেফজ প্রতিযােগিতায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত ৩ (তিন) টি গ্রুপে বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ।
বিভাগটির পরিচালক মাে. আনিছুর রহমান সরকার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার তারিখ ঘোষনা ছাড়াও কিছু শর্তাবলী উল্লেখ করা হয়েছে। নিচে বিজ্ঞপ্তিতে দেয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম ও শর্তাবলী তুলে ধরা হলো।
১. প্রার্থীকে সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যােগ্যতার সনদ এবং জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র আগামী ১৭/০৮/২০২১ তারিখ মঙ্গলবারের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সরাসরি এবং ই- মেইল: deenydawha@gmail.com ঠিকানায় প্রেরণ নিশ্চিত করতে হবে।
২. প্রতিযােগিতা প্রিলিমিনারী, সেমিফাইনাল ও ফাইনাল তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং প্রথম দুটি পর্যায় ভার্চুয়াল প্লাটফর্মে (লাইভ ভিডিও) অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ড কোভিড ১৯ পরিস্থিতি অনুকুল/স্বাভাবিক বিবেচনায় প্রার্থীদের উপস্থিতিতে ইরানে অনুষ্ঠিত হবে। কোভিড ১৯ পরিস্থিতি অনুকূল বিবেচিত না হলে ফাইনাল প্রতিযােগিতাও ভাচুয়্যালি অনুষ্ঠিত হবে।
৩. ইতােপূর্বে ইরানে অনুষ্ঠিত আন্তজার্তিক হিফজ প্রতিযােগিতায় অংশগ্রহণকারীদের আবেদন করার প্রয়ােজন নেই। ৪. যে কোন তফসিলি ব্যাংক হতে ‘ইসলামিক ফাউন্ডেশন’ শিরােনামে ২০০/- (দুইশত) টাকার (অফেরৎযােগ্য) ব্যাংক ড্রাফট /পে অর্ডার দরখাস্তের সাথে অবশ্যই প্রেরণ করতে হবে।
৫. নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ৬. নির্বাচিত প্রার্থীদের নির্বাচনের পরবর্তী ৩ (তিন) দিনের মধ্যে চাহিদা মতে পাসপাের্টের কপি জমা দিতে হবে। ৭. স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এর জন্য কোন টি এ/ডি এ প্রদান করা হবে না।