৩০ মে থেকে হাটহাজারী জামিয়ায় ভর্তি শুরু হচ্ছে

অরাজনৈতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত না থাকতে হবে

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মজলিসে ইদারী ও মজলিসে ইলমির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ শাওয়াল ১৪৪২ হিজরী মুতাবেক ৩০ মে ২০২১ ইংরেজী রবিবার হতে জামিয়ার সকল বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হওয়া মর্মে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ভর্তির অনুমতি দেওয়া হবে।

ক. প্রচলিত রাজনৈতিক ও অরাজনৈতিক কোন সংগঠন ও আইন-শৃঙ্খলা বিরোধী কোন কার্যক্রমের সাথে কোন ভাবে সম্পৃক্ত না থাকতে হবে।

খ. জমিয়ার ক্লাস ও ছাত্রবাস সহ, ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোন প্রকার স্মাটফোন পাওয়াগেলে জব্দ করা হবে। নরমাল মোবাইল ফোন আছরের পর থেকে মাগরিব পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকবে।

গ. কোন ছাত্র কোন প্রকার সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিলে শাস্তির যোগ্য হবে।

ঘ. সর্বাবস্থায় জামিয়া ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

ঙ. প্রত্যেক জামাতে কোটা ভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। মেধাবী ও আখলাকী ছাত্রদের প্রাধান্য দেয়া হবে।

চ. আচার- আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছেদ তালেবুল ইলমের মান সম্পন্ন হতে হবে।

ছ. শরীয়া পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামিয়ার এক শিক্ষক জানান, গত বছরের বেশ কিছু ঘটনায় কর্তৃপক্ষ বিবৃত। প্রশাসনসহ অনেকের কাছে বারবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদের। তাই কর্তৃপক্ষ এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে এমন কড়া শর্ত দিয়ে ছাত্র ভর্তি নিতে সিদ্ধান্ত নিয়েছেন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!