৪ নভেম্বর আযাদ দ্বীনী এদারার মজলিসে আম

আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের মজলিসে আম আগামী ৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ১১ টায় সিলেট নগরীর দক্ষিণ কাস্তরাইলস্থ এদারা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, সদরে এদারা মাওলানা যিয়া উদ্দিন।

এবারের মজলিসে আমের আলোচ্য বিষয় –
১. ১৪৪২ হিজরীর বার্ষিক প্রতিবেন প্রকাশ।
২. এদারার উন্নতিকল্পে মুক্ত আলোচনা।
৩. সনদ ও বৃত্তি বিতরণ।
৪. সদরে এদারার সমাপনী বক্তব্য ও দোয়া।

উপরােল্লিখিত দিন, তারিখ ও যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বাের্ডের পক্ষ থেকে দাওয়াত করছি। অতএব, অনুষ্ঠিতব্য মজলিসে আমের অধিবেশনে উপস্থিত হয়ে দিক-নির্দেশনামূলক আলােচনা পেশ করার আহবান এদারার নাযিমে ঊমূমী মাওলানা আব্দুল বছীর।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!